আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত

আহত অহী আলম রেজা (৩২) স্থানীয় দৈনিক সবুজ সিলেটের এর স্টাফ রিপোর্টার।
শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে নগরীর সোবহানীঘাটে দুর্বত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
দৈনিক সবুজ সিলেটের যুগ্ম বার্তা সম্পাদক ছামির মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশাযোগে পত্রিকা অফিসে আসার পথে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে ৫/৬ জন মোটর সাইকেলারোহী তার গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে, হাতে ও পায়ে কুপিয়ে পালিয়ে যায়।
রেজা সাংবাদিকতার পাশাপাশি সিলেটের শাহজালাল সিটি কলেজের বাংলা বিভাগে শিক্ষকতা করেন।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পথচারিরা তাকে উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালের উপ-পরিচালক এহতেশামুল হক দুলাল বলেন, রেজার পিঠে, হাতে ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।