জয়পুরহাট ডিসি কমপ্লেক্স এলাকায় প্রেম করে গোপনে বিয়ে করা স্বামী আপেলের বাবার বাড়িতে আজ সোমবার সকাল থেকে অনশন শুরু করেছে এক বধূ। অনশনকারী ওই বধূর নাম রুমা (১৮)। গোপনে বিয়ের পর স্বামী আপেলের সঙ্গে ২ বছর ঘর-সংসার করে সে। সমপ্রতি স্বামী আপেল নিরুদ্দেশ হলে নিজের অধিকার প্রতিষ্ঠায় শ্বশুরবাড়িতে উঠে পড়ে সে। এমনকি জোর করে তাকে ওই বাড়ি থেকে নামিয়ে দেয়ার চেষ্টা করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছে সে।
জানা গেছে, গত ২ বছর আগে জয়পুরহাট সদর উপজেলার ডিসি কমপ্লেক্স এলাকার মজিবর রহমানের পুত্র আপেল (১৮) পার্শ্ববর্তী সালামনগর এলাকার বজলুর রহমানের কন্যা রুমাকে প্রেম করে (১৮) গোপনে বিয়ে করে। কিন্তু উভয় পক্ষের অভিভাবক বিষয়টি মেনে না নেওয়ায় তারা স্বামী-স্ত্রী বগুড়া জেলা সদরে বাসা ভাড়া নিয়ে সংসার করছিল। কয়েকদিন পূর্বে আপেল রুমাকে ছেড়ে হঠাৎ নিরুদ্দেশ হয়। আপেলকে খুঁজে না পেয়ে রুমা আপেলের পিতার স্টাফ কোয়ার্টার ডিসি কমপ্লেক্সের বাসায় উঠে পড়ে।
রুমা জানায়, আপেলের পিতা মজিবর রহমানই তার স্বামীকে কোথাও লুকিয়ে রেখেছে।
স্বামী আপেলকে ছাড়া সে শ্বশুরগৃহ থেকে বের হবে না এবং অনশন পালন করতে থাকবে। তাকে জোর করে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে সে আত্মহত্যা করবে।
এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল জানায়, যেহেতু বিষয়টি একান্তই পারিবারিক এবং স্পর্শকাতর সেহেতু পারিবারিকভাবে সমাধান শ্রেয়। এছাড়া এ বিষয়ে থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি।
আপেলের পিতা মজিবর রহমান জানায়, এ ব্যাপারে উভয় পক্ষের পৃথক মামলা বিচারাধীন রয়েছে।
আদালতের সিদ্ধান্তের পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
(শীর্ষ নিউজ ডটকম/ এমআর/ এনএম/ ২১.৪৫ঘ.)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।