আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুরহাটে ঢিলেঢালা হরতাল

বুধবার সকাল থেকে দূরপাল্লার ও আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।
তবে শহরে কোনো কোনো জায়গায় রিকশা ও অটোরিকশা চলাচল করছে।
জয়পুরহাট সদর থানার ওসি আব্দুর রশিদ বলেন, সকালে জেলার কোথাও হরতাল সমর্থকদের মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি।
গত ১১ এপ্রিল জেলা জামায়াতের সেক্রেটারী নজরুল ইসলাম নিঁখোজ হয়েছেন দাবি করে এ হরতাল ডাকে দলটি।
নজরুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম অভিযোগ করেন, মধ্যরাতে প্রশাসনের পরিচয় দিয়ে কিছু লোক বাসা থেকে নজরুলকে তুলে নিয়ে যায়।
পরদিন জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ ও সালমা সদর থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি করেন।
এ ব্যাপারে ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগ পাওয়ার পর নজরুল ইসলামকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। তবে এখনো সন্ধান পাওয়া যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.