আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুরহাটে সংঘর্ষে পুলিশসহ আহত ৫

রোববার সকাল সাড়ে ১০টার দিকে পাকুরিয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে এ সংঘর্ষ হয়।
আহত উপ-পরিদর্শক দুরুল হুদা ও কনস্টেবল জেলাল হোসেনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালাই থানার ওসি রমজান আলী জানান, পাকুরিয়া গ্রামে জমিজমা নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘাদিন ধরে বিবাদ চলছিল। এ নিয়ে থানায় একাধিক মামলাও হয়েছে।
এর জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে ধান কাটাকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে উপ-পরিদর্শক দুরুল হুদা ও এক কনস্টেবল আহত হন। তিন গামবাসীও আহত হয় বলে তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.