আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুরহাটে বিএনপি অফিসে আগুন

সদর থানার ওসি আব্দুর রশিদ সরকার জানান, রোববার রাতে শহরের রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে পুড়ে ছাই হয়েছে কার্যালয়ের টেবিল, চেয়ার, টিভিসহ বেশকিছু আসবাবপত্র।

এ সময় ১০-১২টি হাতবোমা ফাটানো হয় বলে স্থানীয়রা জানান।

কারা এ আগুন দিয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেনি পুলিশ।

 

জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের অভিযোগ, আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরাই গভীর রাতে এ নাশকতা ঘটিয়েছে।

অভিযোগ নাকচ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারা আগুন দিয়েছে এ বিষয়ে তার কোনো ধরাণা নেই। তবে আওয়ামী লীগ এ ধরনের নাশকতার সঙ্গে জড়িত নয়।  

নির্দলীয় সরকারের দাবি উপেক্ষা করে সরকারের ‘একদলীয় নির্বাচনের’ প্রতিবাদে অনির্দিষ্টকালের অবরোধ করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

পাশাপাশি দেশব্যাপি টানা ৪৮ ঘণ্টার হরতালও করছে তারা।    


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.