আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুরহাটে আওয়ামীলীগ অফিস ভস্মিভুত

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের খবরে জয়পুরহাটে আওয়ামীলীগ কার্যালয়সহ জেলার বিভিন্ন স্থানে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাস-ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগ করেছে জামায়াত-শিবির।

গতকাল রাত ৯টা থেকে রাত ১২ টার মধ্যে এসব ঘটনা ঘটেছে বলে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে।  

রাত সোয়া নয়টার সময় জেলা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরন ঘটিয়ে অফিসে আগুন দেয় শিবির কর্মীরা। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে তবে ওইসময়ের মধ্যে অফিসের আসবাবপত্রসহ সব পুড়ে যায়।

প্রায় একই সময়ে পল্লী বিদ্যুৎ এলাকায় জয়পুরহাট-বগুড়া সড়কের প্রায় আধা কিলোমিটার রাস্তা গাছের গুড়ি, ইট, বৈদ্যুতিক পোল ফেলে ও অগ্নি সংযোগ করে রাস্তা অবরোধ করা হয়।

এ সময় হিচমী বাজারে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আওয়ামীলীগ সমর্থক আমান উল্লাহ'র নির্মাণাধীন ফিড মিলে রাখা একটি মিনি ট্রাক ও গুদাম ঘরে অগ্নি সংযোগ করে প্রায় ৩০ লাখ টাকার, পুরানাপুল বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নিখিল চন্দ্র মন্ডলের ধান ও পাটের গুদামে অগ্নিসংযোগ করে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।

পাঁচবিবি উপজেলার মাঝিনা ঠাকুর বাড়ী গ্রামের ৫টি হিন্দু পরিবারের মুদী সামগ্রী ও হোটেলে ভাংচুর চালিয়ে সাড়ে ৩ লাখ টাকা লুট করা হয়। এছাড়া এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস.এম. সোলায়মান আলীর আরাফাত নগররস্থ বাস-ভবনের মূল গেটে আগুন দেয় দূর্বত্তরা। দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগ নেতা আইয়ুব হোসেন খোকন মিয়ার উপর হামলা চালানো হয়। মারাত্মক আহত খোকনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোলায়মান আলী জানান গতকাল বিএনপি- জামায়াতের নাশকতায় জেলায় আওয়ামীলীগ সমর্থকদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.