পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম
ঘুমন্ত এক রাতে
আত্মার ডাকে জেগে উঠা আমি
চোখ মেলে আধাঁরের গুঞ্জন শুনি
হিম শীতল অন্ধকার ঘিরে ফেলে চারপাশ আমার
অনুভব অনুভূতি একটাই শুধু
ভয় ভয় ভয় আর ভয় ।
দূর হতে ভেসে আসে চিৎকার কোনো এক পিশাচ আত্মার,,
শূন্যতার আর্ত চিৎকার
না নতুন জীবনের আনন্দ প্রকাশ জানিনা ,
ঝিঁঝি পোকার লাল চোখে যেনো আগুন ঝরছে
আমার সমস্ত শক্তি যেনো চুষে নিয়েছে এই অতৃপ্ত আত্মারা
গানের সুরে যেনো মৃত্যু স্লোগান দিচ্ছে
আসবে ওদের ভুবনে নতুন কেউ
ক্ষনে ক্ষনে বজ্রপাতের শব্দে যেনো
লাল লাল জীবন্ত আত্মার ছবি ভেসে উঠছে
নিঃশ্বাস পরছে, কি পরছেনা জানিনা
হয়তো আমি ও ওদেরি একজন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।