আমাদের কথা খুঁজে নিন

   

আমার ঘুমন্ত সন্তান।



আর্জেন্টিনা, পেরু, চিলি হয়ে তুমি বাংলাদেশে নেমে আস আমার গর্ভে আমি তোমার মাতা হব হে, আমার দুঃস্বাহসী সন্তান! আমি লাল সুর্য্যটাকে পেড়ে এনে তোমার চেনের লকেট বানাব। তোমার ছবি টানানো থাকবে সংসদে, রাজপথে, প্রান্তরে,অন্তরে। ৪২ বছর আগে ঘুমিয়ে পড়া পৃথিবীর সবুজ হে সাহসী সন্তান। তেমার আগমনে গাছের পাতা রাঙ্গা হবে সজস্র লাল সালামে। হে পবিত্র সন্তান, বলিভিয়ান ঐ মাতাল সেনা দলের নিকুচি করে আমি তোমায় ডাকছি, আমি তেমার পিতা হব। হে বিশ্ব মানবতার মুক্তির আগুন পুরুষ, তুমি আবার জ্বলে ওঠ কিউবার পথে পথে, চিলি, উত্তর কোরিয়ার পথ ধরে বাংলাদেশের পথে। এভাবে বিশ্ব মানবতার মুক্তির পর সাম্যবাদের পর তোমাকে শান্ত কবরে ঘুম পাড়াবো কেউ জাগাবেনা তোমায়। হে আমার ঘুমন্ত চে, আমার সন্তান চে, আমার আমি ...চে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।