আমাদের কথা খুঁজে নিন

   

লিরিকঃ ঘুমন্ত তুমি, ঘুমন্ত আমি

CONNECTION FAILED কার চোখে কুয়াশা হয়ে ঝরা পাতা ঝরিয়ে গেলে আমার দুহাতে ধরা কাব্য তোমার দুচোখে জমালে! বলো, কার চোখে ঘুম হতে চেয়ে কার চোখে হয়েছ নিঃস্ব কার চোখে ঘুমরাত পেরিয়ে জল মুছে স্বপ্নদেশে জেগেছ! পাতা ঝরে ঢেকে গেলো নীল ফড়িংয়ের ডানা সমুদ্র জল বালিয়ারি স্বপ্নটা জেগে থাক না! জানি না, কার চোখে ঘুম হতে চেয়ে কার চোখে হয়েছ নিঃস্ব কার চোখে ঘুমরাত পেরিয়ে জল মুছে স্বপ্নদেশে জেগেছ! সব ঘুম তোমাকে দিলাম পেতে পারো তুমি আমায় প্রান্ত বদল যদি হয় অন্য ঘুমের আঙিনায়! বুঝি নি, কার চোখে ঘুম হতে চেয়ে কার চোখে হয়েছ নিঃস্ব কার চোখে ঘুমরাত পেরিয়ে জল মুছে স্বপ্নদেশে জেগেছ!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।