ঝুমুর ঝুমুর নূপুর বাজে মন মেলেছে পাখনা
যে যতই ভুল বুঝুক
ভুল ভাঙিনা কারো,
ভুলের পাহাড় সামনে রেখে
কাঁদো যত পারো।
আর পারি না খেলতে আমি
একলা থাকার খেলা,
বুকের ব্যথার নক্সীকাঁথায়
নিঃস্ব হ’ল বেলা।
ভুলের এমন মাশুল আমি দেব আর কতো।
যা পেয়েছি আমি সবইতো এখন
স্মৃতির পাতায় রূপকথা,
সারাদিন মন পুড়িয়ে বেড়ায়
বুকের মাঝে খুব ব্যথা।
মনের এমন নষ্টামিতে থাকবো আর কতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।