আমাদের কথা খুঁজে নিন

   

আমি লজ্জিত কারণ হল্যান্ডকে আন্ডার এষ্টিমেট করেছিলাম।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
সে কি আজব এক খেলা দেখলাম। কল্পনাও করতে পারিনি এত সুন্দর খেলা হবে আজ। খেলার কিছু কিছু মোমেন্ট এমন মনে হচ্ছিল যেন, প্লে ষ্টেশনে ফিফা গেমস খেলছি। স্পেনের খেলাটা কেন যেন আমার মনের সাথে মিলে যাচ্ছে।

ব্রাজিলের অন্ধ ভক্ত আমি, কিন্তু গত চার ম্যাচ স্পেনের ধারাবাহিক পারফরমেন্স দেখে ওদের ভাল লেগে গিয়েছে। ব্রাজেন্টিনা যদি ফাইনাল খেলত, তা হলে হয়তো অন্য কোন উত্তেজনা বেশি থাকত, তবে এত সুন্দর আক্রমন পাল্টা আক্রমনের খেলা দেখতে পারতাম কি না সন্দেহ ছিল। যাই হোক সুন্দর এক ফাইনালের মাধ্যমে বিশ্বকাপ শেষ হলো। আফ্রিকাকে সাকসেস বলতেই হবে। হল্যান্ডের আগের কোন খেলাই আমার মন কারতে পারে নাই।

ওদের খেলাতে আমি ছন্দ খুজে পাইনি। আমার কমেন্ট ছিল এই রকম, হল্যান্ডের সেমি ফাইনাল খেলা কাকতালিয়, কিন্তু আজ স্পেনের সাথে যে খেলা দেখালো তাতে নিজেকে অনেক মূর্খ মনে হচ্ছে। হল্যান্ড আজ জীতেগেলেও বলতে হত ভাল খেলে জীতেছে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।