চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
বাংলাদেশে বিভিন্ন বিদেশী মিশন ও দূতাবাসে যুদ্ধাপরাধীদের তালিকা পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি। দুপুরে পররাষ্ট্র মন্ত্রনালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন চিহ্নিত যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে কোনো ভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য সরকার সতর্ক রয়েছে।
গোলাম আজমের ব্রিটিশ ভিসা পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন : তালিকাভুক্ত বা ওয়ানটেড লোকজনকে ভিসা না দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সব বিদেশি মিশনে নামের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকার কাউকে ভিসা দেওয়ার আগে সংশ্লিষ্ট বিদেশি মিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মতামত জানতে চাওয়া হয়। তখন সরকার জানতে পারে বিদেশে যাওয়ার জন্য কে আবেদন করেছে।
জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও দেলোয়ার হোসেন সাইদীর গ্রেফতারের বিষয়ে সরকারে ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই বলেও জানান দিপুমনি।
সূত্র: এবিসি রেডিও এফএম ৮৯.২
১১.০৭.২০১০, সন্ধ্যা ৬ টা, রাত ৯ টার খবর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।