একজন সাধারন মানুষের ব্লগ ...। । । মুক্তিযুদ্ধের সময় জন্মাইনি। তাই সে সময় স্বাধীনতার পক্ষে নাকি বিপক্ষে ছিলাম বলতে পারবোনা।
বেসরকারী চাকুরী করি। কাজ করি, নিজে খাই। সংসার চালাই। বছরে বছরে সরকারকে মাইক্রোসফট এক্সেলে গুনে ইনকাম ট্যাক্সের টাকা পরিষোধ করি। পেটের ভাত, পানি বা পানীয়র জন্য কাউরে কখনো তেল দেই নাই।
দলীয় লেজুড়বৃত্তি বা রাজনীতিক নেতাদের পা বা পশ্চাৎদেশ চাটার কখনোই প্রয়োজন পড়ে নাই।
সুতরাং কোন দলীয় দৃষ্টিকোন থেকে লিখাটি পড়লে নিজ দায়িত্বে পড়বেন।
ঢাকায় থাকার পরও শাহবাগে যাওয়া হয়নি। চিহ্নিত যুদ্ধপরাধীদের ফাঁসি চাই – ইসুটাই আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে। কারণ এসব অপরাধীকে ৪৪ বছর যারা বাচিঁয়ে রেখেছে আগে তাদের ফাঁসির দাবিতে আন্দোলন করা উচিত।
আর চিহ্নিত যুদ্ধপরাধীদের বিচার নিয়ে এত সময় নষ্ট করার কি দরকার আমি বুঝি না। ব্যাপারটা খুবই সিম্পল। রাত দুটার সময় এদের বাসার সামনে র্যাবের একটা গাড়ি যাবে। পরের দিন কোন নর্দমায় লাশটি পাওয়া যাবে মাথায় দুটো গুলিবিদ্ধ অবস্থায়। র্যাব তাদের আসামী উদ্ধারের চিরায়ত গল্পটি মিডিয়ায় শোনাবে।
মামলা শেষ।
যারা শাহবাগের আন্দোলনে আছেন। তাদের প্রতি চাওয়ার প্রতি তীব্র সমর্থন আর ব্যক্তিগতভাবে রইল মাথানত শ্রদ্ধা। রমনার বটমুলে বোমা, ২১-শে আগষ্ট, কিবরিয়া হত্যা, বিডিআর বিদ্রোহে ৬০ জন সেনা কর্মকর্তা হত্যা, শেয়ার বাজার কেলেঙ্কারী, পদ্মা সেতু কেলেঙ্কারী, ইলিয়াস আলী গায়েব সহ বর্তমান সকল ইস্যুতে আগামীতে শাহবাগে অবশ্যই পাবেন আমার এই অঙ্গীকার রইল।
পরিশেষে, আজ সাগর-রুনী হত্যাকান্ডের ৩৬৫-তম দিন।
পুলিশ তাদের বাসার দারোয়ান-কে আজ গ্রেফতার করেছে। আশা করছি এটা জজ মিয়া টাইপের নাটকের কোন অংশ হবে না।
সাগর-রুনীর আত্মার মাগফিরাত কামনা এবং মেঘের প্রতি যন্ত্রনাসিক্ত ভালবাসা রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।