আমাদের কথা খুঁজে নিন

   

৪র্থ স্থান উরুগুয়ের। অতঃপর.....

যেখানে দেখিবে বিদ্যুৎ, থাকিও উহা হইতে শতহস্ত দূর। কাছে আসিলে খাইলেও খাইতে পার অমূল্য বৈদ্যুতিক আঘাত! কাজেই সাবধান!
অল্প কথায় শ্যাষ করি। বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ যে পুরাই বাচ্চাদেরকে মাথায়-পিঠে হাত বুলাইয়া সান্তনা দেওয়ার ম্যাচ, সেইটা আম্রা সবাই জানি। কিন্তু সেইটা বোধহয় উরুগুয়ের জন্য না। যে টিমটারে কেউ হিসেবেই ধরে নাই, তারা সেমিতে নেদারল্যান্ডসের ঘর কাঁপাইয়া দিসিলো আরেকটু হলেই।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও তাই'ই করলো। দুই ম্যাচেই ৩-২ ব্যবধানে হারছে উরুগুয়ে। কিন্তুক এইটাই তো শ্যাষ না! ওরা আজকেও যা খেলা দেখাইতেসে, তাতে যে কেউই চমকে যাইতে পারেন। উরুগুয়ে দল ৪০ বছর পর সেমিতে খেলসে এইবার! বলা চলে, উরুগুয়ে দলটারে ষ্ট্রাইকার ডিয়েগো ফোরলান একাই টানসে। সাথে ছিলো আরো কয়েকজন সহকারী।

একজন হৈসে লুই সুয়ারেজ। অন্যদের মৈধ্যে অধিনায়ক লুগানোও একজন। লুগানো কট্টিন ডিফেন্ডার। যাউকগা, আইজকা জার্মানীও আরেকটু হৈলেই গেসিলো। ফোরলানের শেষ মিনিটের ফ্রি কিক জালে ঢুকলেই ম্যাচে সমতা ফিইরা আসে।

ম্যাচ গড়াইতে পারে এক্সট্রা টাইমে। কিন্তু হয় নাই। দৃষ্টিনন্দন সেই ফ্রি কিক বারে লেগে ফিরে আসছে। সাথে সাথেই খেলা শ্যাষের বাঁশি। ঠিক যেনো উরুগুয়ে-ঘানার ম্যাচে আসামোয়াহ গিয়ান পেনাল্টি বারে মারার পরের ঘটনাটার মতই! তবে সেই সময় তো টাইব্রেকার ছিলো।

কিন্তু আইজকা তা নাই। দলটাও উরুগুয়ে। যাউকগা...... উরুগুয়ে যে ল্যাটিন আমেরিকান দ্যাশগুলা থেকে টিকে ছিলো, এইটাতেই আম্রা খুশি। ব্রাজিল আর আর্জেন্টিনার মত গাছের শিকড় খাওয়া দলের চাইতে উরুগুয়ে এইবার অনেক ভালো খেলসে। ওই অপদার্থগুলার মুখে তো কালি পড়ার কথা! আইজকার ম্যাচ জার্মানী জিতলেও ম্যাচের সত্যিকারের হিরো ছিলো ফোরলান।

কথাটা হয়তো অনেকের হজম হবে না। কিন্তু এইটাই সত্যি। খেলাটা যারা দেকসেন, তারা নির্দ্দিধায় এই কথা স্বীকার করবেন। ফোরলানরে স্যালুট! শুভকামনা থাকলো উরুগুয়ের জন্যেও। ২০১৪তে ব্রাজিলে এই উরুগুয়েকেই দেখতে চাই।

যদিও বোধহয় ডিয়েগো ফোরলান থাকবে না। তবুও....... উরুগুয়ের খেলা দেখে অনেক দলেরই অনেককিছু শেখার আছে। ফেয়ার প্লে কারে কয়..... অভিনয় না কৈরা ক্যামনে খেলতে হয়..... ইত্যাদি ইত্যাদি...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।