জীবনটা হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। প্রতিটা মুহুর্তে যুদ্ধ করে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা যুদ্ধে হেরে যাচ্ছি, তবু আবার যুদ্ধে নামছি। একটা জয়ের আশায়।
বাড়ানো খাতায় লিখে দেই যত শোক
হাতের তালুর মত চেনা - দুঃখবোধ।
দরজায় কড়া নাড়ে স্বপ্ন-কল্পলোক
মৃদু পায়ে কেউ আসে নিতে প্রতিশোধ।
কাব্য সূত্রে কারো কাছে আছে আজন্ম ঋণ
যাপিত জীবন অসহায় হেঁটে যায় অর্থহীন।
কষ্টের দেবতা আমি...।
কষ্টের দেবতা আমি,
সুখি তবু মানুষের চেয়ে।
কখনো সুদিন এলে,
আমাকেও ভুলে যেও মেয়ে।
[সংগৃহীত]
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।