আমাদের কথা খুঁজে নিন

   

অসমাপ্ত ক্ষোভ

আমি ধর্মভীরু - একাকী ঘরে থেকে প্রদীপের সল্তেটা বদলাই,

তোমার অসমাপ্ত প্রজ্ঞাপনে নতজানু হয়ে অর্ধউন্মাদের প্রলাপ বকে বিক্ষুব্ধ তনুমন অসংখ্য কাঁচচূর্ণের অদৃশ্য অথচ অসহ্য ধ্বনিরা কর্ণে বিষাক্ত স্ফুলিঙ্গের অস্তিত্ব বাড়ায় কেনো এই অতৃপ্ত আখিপল্লব ধোঁয়াসা দশদিগন্ত। কোনো দোষতো ছিলনা আমার কেনো হৃদয়পটে হাহাকারের হাঁট বসে এর কোনো যৌক্তিক কারন কি জানো ? শঙ্খিনী চাহনির অশারিরীক মায়াজাল ঘৃনাটুকু বিন্দু ও সিন্ধুর দুরত্ব শুন্য করে কেমন যেনো বোধহীন চারিদিক! তিক্ততাতো আমি কখনো চাইনি তবে কেনো ভাগ্যবিধাতা সুনিপুন কারুকার্য্যে উপহার দিলেন অতৃপ্ততার দুঃখজাহাজ। এখন আমার তপ্তবুকে প্রলয়ংকরী রনশিবিরের দামামা বাজে সবকিছু মিলেমিশে বিনাশী এক তকমা আমাকে লাভায় আগলে রাখে আর ভালোবাসা নিদারুন কষ্ট সইতে না পেরে গ্লানি নিয়ে চুপিসারে আত্মাহুতি দেয়। মাসুদ পারভেজ অপু ৬ই জুলাই ২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।