আমাদের কথা খুঁজে নিন

   

যে কারনে ইবলিস অভসপ্ত

আমি ছাই ইসলামকে যানতে। তাই এখানে যোগদিয়েছি

সন্মানিত পাঠক ব্ন্দ, আমরা সবাই জানি যে, কি কারনে ইবলিস আভিপ্ত। আমি বেপারটাকে নতুন করে আপনাদের কাছে তুলে ধরতে ছাই। দয়া করে প্রতিটি সব্দে আপনাদের মনজোগ ছাইবো পডার সময়। আল্লাহ পাক বলেছেন যে: - আমি যখন মাটি দিয়ে আদমকে তৈরি সম্পন্ন করবো - এবং তাতে আমার রুহ মোবারক পুঁকে দেবো - তখন তোমরা তাকে সেজদা সিজদা করবে সবাই সিজদা করলো কেবল মাএ ইবলিস ছাডা।

তখন আল্লহ পাক তকে জিঙেগস করলেন সবাই আমার হকুম মানলো তোমার কি হল যে তুমি মানলেনা? তখন সে বলল, - আদম (আঃ) মাটির তৈরী - আর আমি আগুনের তৈরী - আমার হছেচ উদ্দ গোতি - আর আদমের হছ্ছে নিম্ম গতি সুতরাং আদমের ছেয়ে আমি বড, আমি কেন আদমকে সিজদা করবো। সন্মানিত পাঠক ব্ন্দ যদি লক্ষ করে থাকেন উপর বর্ননিত আদেশ & আল্লাহ পাক এর প্রশ্ন গুলোকে যদি একটু মনজোগ দিয়ে কেউ পডেন, তাহলে আপনি আবশ্যই বুজতে পারবেন যে, ইবলিসের সাজা কিন্তূ কেবল মাএ সেজদা নাকরার জন্যই হয়নী, যদি সুধুমাএ সেজদা নাকরার জন্য হতো তাহলে আল্লাহ পাকের কারনটা জানতে ছাওয়ার কোনো প্রয়োজন ছিলোনা, তিনি সরাসরি শাস্তি দিয়ে দিতেপারতেন, তখনই কারনটা জানতে ছওয়া হয় যখন বিচারক মনে করেন যে, ওন্য কোন কারন থাকতে পারে। আর তাই আল্লাহ পাক কারন টা জানতে ছাইলেন। উত্তরে ইবলিস যা বলল তাতো উপরে বর্নিত আছে, ইবলিস কেবল মাএ জাহের টাকে দেখেই আদম (আঃ) কে নিজের সাথে তুলনা করতে লাগলো। সে বলল, ১) আদম মাটির তৈরি - আমি আগুনের তৈরী ২) আমার হছেচ উদ্দ গোতি - আর আদমের হছ্ছে নিম্ম গতি সে সম্পুন্ন ভাবে বাতেন টাকে এডিয়ে গেলো, মুলত আল্লাহ পাকের আদেষ ছিলো যে, জখন বাতেন টাকে উনি সম্পন্ন করবেন (রুহ পুকে দেবেন) তখনই সেজদা করার যন্য।

ইবলিস এর উক্ত তুলনা & আল্লহ পাকের আদেশ যদি কেউ মনদিয়ে পডে থাকেন তাহলে বুঝতে পারবেন যে, শুধু মাএ বাহিরের দিকটার কোন মুল্য নেই, সেজদা করতে বলা হল, ভেতর দিকটাকে, আর সেটাকে অশিকার করার কারনেই কিন্তু ইবলিস সাজাপ্রপ্ত হল, যা আমরা মুসলমান হয়ে এখন নিধিদায় প্রতিনিয়ত করে যাচ্চি, আর নিজেকে ঈমান দার বলছি, বুলে গেছি, কিংবা জানতে পারিনী সঠিক এবং সত্য কি। অথাৎ, কেবল মাএ জাহেরই সব কিছুনা, বাতেন টাই আসল, কেবল মাএ জহের মানলে হবেনা, সাথে সাথে বাতেন টাকে ও মানতে হবে, অন্যথায় আমাদেরও অবস্তা ইবলিসের মত হবে। আমরা ও বিতাডিত হবো। সন্মানিত পাঠক বৃন্দ আমি এক জন ছাএ কেবল মাএ, লেখাটা আমার শিক্ষারই অংশ। আপনার মুল্যবান মন্তব্য আমার শিক্ষার পেরনা যোগাবে।

আল্লহ পাক সবাইকে শেখার এবং জানার তওপিক দান করুন আমিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.