পরিবর্তন চাই
মতিঝিল মডেল স্কুলের ক্লাস সিক্সের একটি ছেলেকে আমি পড়াই।আজ প্রায় ৪ বছর যাবৎ পড়াই।আজ তার ২য় সাময়িক এর বিজ্ঞান সিলেবাসের শেষ অধ্যায় পড়ালাম।আমি একজন ইন্জিনিয়ারিং এর ছাত্র হওয়াতে বিজ্ঞান এর বিদ্যুত শক্তি, কাজ ক্ষমতা শক্তি ইত্যাদি অধ্যায় গুলো অনেক বুঝিয়ে পড়াইছি।আর বলছি এইডস নামের অধ্যায় টা তুমি নিজে পড়ে নিও। স্বাভাবিক ভাবে আজ পড়াইতে গেলাম যাওয়ার পড় যখন বিজ্ঞান বই বের করল তারপর বলল স্যার সব কিছু বুঝেছি কিন্তু একটা শব্দ বুঝি নাই।আমি বললাম কি বুঝ নাই বল? সে বলল আচ্ছা স্যার অবাধ যৌন সম্পর্ক কি? প্রশ্ন শুনে আমি তো আর আমার মধ্যে নাই।আমি তো অনেক ক্ষন চুপ করে ভাবলাম কি বলা যায় কিন্তু কিছুই পেলাম না বলার মত।তারপর বললাম শব্দটার অর্থ এখনতো আমার মনে আসতেছেনা তোমাকে আমি পরে বলব।আবার জানি কবে আমাকে এভাবে ব্রেক করে দেয় সেই ভয় তো থাকছেই.......................
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।