রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাই করে পালানোর সময় চোরাই মাইক্রোবাসসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতদের একজন শ্যামপুর থানা ছাত্রলীগের সহসভাপতি ইকবাল হোসেন। অন্যরা হলো জাকির ও সফিউল্লাহ। আটককৃতদের নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানা সূত্র জানায়, গতকাল রবিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ইকবাল ও তার ছয় সহযোগী একটি মাইক্রোবাসে ঢাকার দিকে আসছিল।
পথে তারা অপেক্ষমাণ চার ব্যক্তিকে যাত্রী হিসেবে তুলে নেয়। পরে গাড়িতে তোলা ব্যক্তিদের সর্বস্ব লুট করে কাঁচপুর ব্রিজের কাছে তাদের গাড়ি থেকে নামিয়ে দেয়। ক্ষতিগ্রস্তরা রায়েরবাগের মিজান নামে তাঁদের এক আত্দীয়কে গাড়ির নম্বরসহ বিষয়টি অবহিত করেন। বেলা ১১টার দিকে মিজান তাদের অনুসরণ করে যাত্রাবাড়ী পুলিশ বক্সের সামনে গাড়িটি আটক করেন। এ সময় স্থানীয় লোক ও পুলিশের সহায়তায় অভিযুক্তদের আটক করা সম্ভব হয়।
পুলিশ কনস্টেবল মাহবুব জানান, আটকের পর ছাত্রলীগ নেতা ইকবাল মোবাইলে ফোন করলে কয়েকজন সহযোগীসহ ঘটনাস্থলে ছুটে যায় শ্যামপুর থানার আরেক ছাত্রলীগ নেতা আজিজ। তারা আটককৃতদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।