আমাদের কথা খুঁজে নিন

   

এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের

সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই
এবার ক্লাস করুন সেরা ভার্সিটির সেরা লেকচারারদের। ভিডিও ক্লাস সাথে আছে লেকচারসিট ও অন্যন্যা শিক্ষা উপাদান। টেকনোলজি ব্যবহার সহজ ও কার্যকর শিক্ষা পদ্দতি চালুর জন্য এবং শিক্ষাকে দেশ, জাতি, বর্ন, গোেএর বাধা মুক্ত করার প্রয়াসেই এই সাইটি চালু হয়েছে। বিশ্বসেরা লেকচারারদের ক্লাসে সাথে সাথে থাকছে রেটিং। এই সাইটের আর একটি বৈশিষ্ট্য আছে আর তা হল প্রত্যেক টা কোর্সই পরিপূর্ণ অর্থ্যা পুরো কোর্সটিই আপনি একসাথে করতে পারবেন।

সাইটির নাম : http://academicearth.org তাই এবার পছন্দ করুন আপনার সাবজেক্ট বা কোর্স টি ইউনিভারসিটি এমনকি লেকচারার অনুযায়ী। প্রায় ৫০০ মত ভিডিও লেকচার পাবেন এখানে। আর ইউনিভারসিটি দেখুন নাম গুলো একবার: MIT, Stanford, Berkeley, Harvard, Princeton, and Yale etc. সাইটি প্রতিষ্ঠাতা রিচার্ড লুডলো(Richard Ludlow) এবং এটি ২৪ মার্চ ২০০৯ সালে তার যাএা শুরু করেছে। তাহলে ঘুরে আসুন সাইটি থেকে। ও হ্যা সাইটির FAQ এবং Term of Use পড়ে নিতে ভুলবেন না।

একই রকম লেখা পড়তে পারেন। এখানে ক্লিক করুন তথ্যসূএ: Academic Earth, Wikipedia.
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.