আমাদের কথা খুঁজে নিন

   

ঘোরের মাঝে



...নিম পাতার ফাক দিয়ে ভোরের আলোটা প্রতিদিন মুখের উপর পড়ে। ভোরের হাল্কা ঠান্ডা বাতাসে শরীরটা কেপে উঠে ঘুম ভাঙ্গে আমার। শরীরের ডানদিকটার অসহ্য ব্যথা নিয়ে উঠে বসি আমি। গত দেড় মাসের রুটিন হয়ে দাড়িয়েছে এটা। জানি আরও কয়েক মাস এভাবেই হয়ত পরে থাকতে হবে।

গত কদিনে জরের ডিগ্রিটা কমে ১০২ এ গিয়ে ঠেকেছে। পুরো শরীরটা মনে হচ্ছে আলুর মতো সেদ্ধ হয়ে গেছে আর একটা সোদা গন্ধ বের হচ্ছে। একটা দিক সুখকর যে ডাক্তারের সূচ আমার পিঠকে এফোড় ওফোড় করলেও কোনো অনুভূতি হচ্ছে না, মনেহয় এই সেদ্ধ হওয়ার কারনেই। সাড়ে পাচঁটায় রূটিন মাফিক একবাটি দুধ আর পাউরূটি আর কতগুলো ওষূধ একসাথে গেলা। আমার ঘরটা রাস্তার সাথে হওয়ায় বাইরের অনেক অচেনা মুখগুলো চেনা হয়ে উঠছে দিনে দিনে।

বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো মুখ ভার করে স্কুলে যাওয়ার চিএ,আমিও তো এরকমি ছিলাম! মা এর আঁচল ধরে স্কুলে যেতাম, মায়ের আঁচলেই লুকিয়ে থাকতাম। সকাল ৮টায় একজন বের হতো তবে শুধুই ভাললাগা অন্যকিছু নয়। আসলে প্রতিনিয়ত নিত্যনতুন মুখ আর ভোরের সজীবতা, সবকিছু অনন্য লাগতো আমার কাছে। আমার জন্য এখন পেপার রাখা হয় বাসায়, কোনো কাজ নেই, বসে বসে শুধু আকাশ আর মায়ের বিচলিত মুখ দেখা। সারাদিন পর বাবার দেখা, তার খুটিনাটি আদর আর বুকের মাঝে আকরে থাকা।

এভাবে কোনদিনই আমি এত অসুস্থ থাকিনি। বিধাতা মনেহয় রাগ করেই এত বড় রোগ চাপিয়ে দিয়েছে আমার অপর। দোষতো অবশ্যই ছিল, কোনদিন কোনকিছুই কেয়ার করিনি, মনে যা এসেছিলো তাই করছি। আসলে মনটাকে কখনই বেধে রাখতে পারিনি আর কখনও পারব কিনা সন্ধেও আছে। তবে কোন কাজে খারাপ কিছু মনে হলে সাথে সাথে খোদার কাছে ক্ষমা চেয়েছি এবং কথা রাখার চেস্টা করে যাছি।

মনেহয় অনেক কথাই রাখা হয় নি বা রাখতে পারিনি তাই এই অবস্থা! এই মূহূর্তে আমার সবকিছু নিয়েই ভাবা বেড়ে গেছে, কি আর করব ভাবা ছাড়া! এমনিতেই একটু বেশিই ভাবি আমি, অতীত বর্তমান বা ভবিষ্যত সব নিয়েই। তবে এই ভাবাতে কাজ হয় না কারন প্রতি মূর্হুতেই ভাবাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি আমার জ্ঞান, বুদ্ধি, কাজ, ক্ষমতা সবকিছু টের পেলেও কিন্তু কোনটাই আমি ঠিকমতো ব্যবহার করতে পারিনি, মনেহয় প্রতি মূহুর্তে পরিবর্তনশীল এই মনের কারনেই। তবে একটি ধারনা দাড় করিয়েছি, যে মানুষের প্রতিটি কথার পেছনে একটি হ্যা ও একটি না ধারনা জন্ম দেয়। যারা বুদ্ধিমান আর সংযত তারা হ্যা কে খুব সহজেই ধরতে পারে আর আমি হ্যা না য়ের মাঝেই থাকি ফলে কোন কিছু, কিছুই হয় না।

থেকে যাই ঘোরের মাঝে, বদ্ধ ঘরে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।