এখনও ঘোরের মাঝে
এন জুলফিকার
যে ভাবে দু'হাত ধরো, ভয় পাই।
এতটা সাহস ভালো ? প্রখর আলোয় !
ভীষণ সাহসী আমি, সে কেবল
চিলেকোঠার গাঢ় কোণে; যেখানে মায়াবী রোদ
আলতো আদরে ডাকে, আয়।
আয়েসী বিড়াল চাটে ঠোঁটরঞ্জনী।
বরং অপেক্ষা ভালো। নখের আঁচড়
যেভাবে হৃদয় চিরে জ্যোৎস্নাকে ডাকে,
তৃষ্ণার্ত ঠোঁটে তোলে হেমলক বিষ ---
তার চেয়ে গূঢ় সত্য শিখিনি কখনও।
এখনও ঘুমের ঘোরে, মাঝরাতে
বুকের ওপরে ছোটে তীব্র শকুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।