আমাদের কথা খুঁজে নিন

   

ঘোরের ভিতর



ঘোরের ভিতর চোখ-মুখ নাক কান দেখে মনে হলো মানুষ অর্থাৎ ফ্রেমটা মানুষেরই স্বভাবে নড়াচড়ায় উর্পাজনে আর খাদ্যগ্রহনে মনে হলো অদ্ভূত জীব। সহসা মনে হলো শয়তান নয়তো, আবার মনে হলো শয়তানের তো শরীর নেই আবার মনে হলো সেতো শরীর ধারণ করে। মনে হলো, আমি এইতে কয়েক মিনিট আগেই ক্বাস থেকে ফিরলাম পথিমধ্যে কেউই পানিপড়া খাওয়ায় নি আমায় ? যাদুমন্ত্র কেউ করেছে বলে মনে হলে না__কে আমাকে টোনা মারবে ? তেমন শত্রুতা কারো সাথে নেই ! তবু দিনদুপুরে নিশার স্বপণ এই অত্যাধুনিক মানুষগুলোকে আজব জীব মনে হয় কেনো ? বিজলী চমকালে ঘোর ভাঙলো আসলে মানুষগুলোকেই আমি বানব দেখেছি, শুয়োর দেখেছি. দেখেছি আজব জীব যদিও জানি মানুষই সৃষ্টির সেরা জীব। ২৫.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।