থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
আজকের খেলা দেইখ্যা ভাবতেসিলাম আমাগোর দ্যাশের মতন লিডার আর কুনু দেশে নাইক্ক্যা।
এই যে ফিফা বাইছছ্যা বাইছছ্যা ব্রাসিল আর আরজেনটিনার খেলা ফালাইলো ইউরুপিয়ান টিমের লগে, এইডা একডা স্থূল কিংবা সুক্ষ্ম কিংবা ডিজিটাল কারচুপি।
এর পরেও ফিফা-র পদত্যাগ চায় নাই অই গরুর দেশের লিডাররা।
দেখতো যদি বাংলাদেশ থাকত।
কি হইত ব্রাসিলরে ঘানা-র লগে ম্যাচ ফালাইলে আর আরজেনটিনা-রে উরুগুয়ে বা প্যারাগুয়ের লগে ম্যাচ ফালাইলে।
ইসপেন খেলত জারমানির লগে, বুঝত মামারা ঠেলা কারে কয়। এখন ত হাসতে হাসতে সেমি-তে যাইতাছে এই সব আবোল তাবোল দলগুলা।
মিজাজটা কেমনে ঠান্ডা রাখি কন তো আফনেরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।