ওয়ার্ল্ড কাপ উপলক্ষে বাংলাদেশের প্রায় প্রতি ঘরে ঘরে যেভাবে ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়িয়েছে তা দেখে বুঝার উপায় ছিলো না এটা কোন দেশ. আকাশ দেখা যাইত না ঠিক মত.
বাংলাদেশের প্রায় ৮০ ভাগ লোক মনে হয় ব্রাজিল ও আর্জেন্টিনার এর সমর্থক.গতকাল ব্রাজিল ও আজকে আর্জেন্টিনার বাদ হওয়ার পর আশা করি এই সব পতাকা নেমে যাবে. আবার দেখা যাবে আমার বাংলাদেশের আকাশ.
এই দুই দলের অসংখ্য সাপোর্টারদের জন্য রইলো আমার সমবেদন. আরো একা কথা দুইদল পরস্পরের প্রতি আরো সহনশীল হন. একে অপরের দিকে কাদা ছুড়া ছুড়ি বন্ধ করেন. ম্যারাডোনা ও ডুঙ্গার গুষ্টি উদ্ধার বন্ধ করেন.
ফুটবল ভালোভাসেন দল সাপোর্ট করেন ভালো কথা তবে অন্ধ ভাবে কোনো দল সাপোর্ট করেন না.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।