আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের সকল কর্মসূচিতে সমর্থন দেবে বিএনপি



সরকারবিরোধী জামায়াতের সকল ধরনের গণতান্ত্রিক আন্দোলন-কর্মসূচিতে সমর্থন দেবে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির যৌথ সভা শেষে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ কথা জানান। তিনি বলেন, ইতিপূর্বে সরকারবিরোধী হরতালসহ বিএনপি’র বিভিন্ন কর্মসূচিতে জামায়াত অংশগ্রহণ করেছে। তাই জামায়াতের কর্মসূচিতেও বিএনপি’র সমর্থন রয়েছে। জামায়াতের কর্মসূচিতে বিএনপি সরাসরি অংশগ্রহণ করবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বিএনপি মহাসচিব বলেন, সমর্থন আর অংশগ্রহণ একই কথা।

আগামী ৭ই জুলাই বিএনপি’র ঘোষিত দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি সফল করার কথা উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচি সফল করার জন্য আমরা আজকের নির্বাহী কমিটির যৌথসভায় মিলিত হয়েছি। বিএনপি’র পাশাপাশি সরকারবিরোধী আরও অনেক সংগঠন এবং সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে এ কর্মসূচি পালন করা হবে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমাদের শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বাধা দেয়ার চেষ্টা করবেন না। বাধা দেয়ার চেষ্টা করলে এর পরিণতি খুবই ভয়াবহ হবে। গত ২৭ শে জুন দেশব্যাপী হরতাল পালনকে শতভাগ সফল উল্লেখ করে খোন্দকার দেলোয়ার বলেন, ওই দিন এমন কোন ন্যক্কারজনক কাজ বাকি নেই যেটা সরকার করেনি।

দলীয় সন্ত্রাসী বাহিনী যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে পুলিশকে ব্যবহার করে সারা দেশে এক তাণ্ডব চালিয়েছে। তারপরও জনগণ সব বাধা উপেক্ষা করে রাজপথে নেমে হরতাল সফল করেছে। সরকারের বর্বরোচিত নির্যাতনের প্রতিবাদে পরদিন ২৮শে জুন আমরা মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলাম। সেখানেও সরকার ফ্যাসিবাদী আচরণ দেখিয়ে আমাদের সমাবেশে বাধা দিয়েছে। নেতাকর্মীদের নির্যাতন ও গ্রেপ্তার করেছে।

এর প্রতিবাদে আমরা ৭ই জুলাই দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি দিয়েছি। জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে, সরকারি দলের এমন বক্তব্যের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের এ ধরনের আচরণের মধ্য দিয়ে জগগণের কাছে তাদের চরিত্রের রূপ উন্মোচিত হয়েছে। তারা কিভাবে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানায়। নির্বাহী কমিটির যৌথ সভায় মহাসচিব ছাড়াও অন্যান্যের মধ্যে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, সাবেক মন্ত্রী আলতাফ হোসেন, আমান উল্লাহ আমান, সাবেক এমপি খায়রুল কবির খোকন, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: মানবজমিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.