যখন যা ইচ্ছে......
আমি তোমার চোখের কালো চাই ....
তাই তোমার দিকে তাকাই .......
তুমি তাকাওনি আমার দিকে ......
তাই ধুসর বিকেল.......
কালো রাস্তাও রঙ হারায় ধুসর ধোয়ায়..........
কিছু শরীর কথা বলে যায়................
কোনো গভীর রাতের ইশারায়
আমি একলা জেগে শজ্জায় ............
মন ঘুমায় তোমার কোলে হায়!
আমি তোমার হাতের ছোঁয়া চাই
আর আমার নির্লজ্জতায়
খোঁজে শুধু তোমার আবরণ
এনে দাও শিহরন
উড়ি তোমাতে মৃত্যু নেশায়
আমি তোমার ভালোবাসা চাই
তাই তোমায় ভালোবেসে যাই
বলো আমার এমন চাহিদায়
কি মন দেওয়া যায়?
জীবন দেওয়া যায়?
হৃদয় দেওয়া যায়?
শরীর দেওয়া যায়??
আমি তোমার দেহকে
বিশ্বাস আর সন্দেহকে
খুঁজি হঠাৎ হঠকারিতায়
চিনিনা তোমায়.......
অনামিকা
বলে ডাকতে পারি কি তোমায়???
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।