আমাদের কথা খুঁজে নিন

   

Copy To Folder and Move To Folder on the Context Menu-Windows 7

সব কিছুই পড়তে পছন্দ করি.........সব

এটা একটা Windows 7 বিষয়ক পোস্ট। কোন ফোল্ডার বা ফাইল এর উপর মাউস এর রাইট বাটন ক্লিক করলে যে Context Menu টা ওপেন হয় সেটা নিচের ছবির মত। এখানে যদি নিচের ছবির মত দুইটা আইটেম Copy To Folder এবং Move To Folder থাকে তাহলে মন্দ হয় না। যখন Copy To Folder এ ক্লিক করবেন তখন নিচের ছিবির মত Copy To Window ওপেন হবে। কোথায় আপনার ফাইল বা ফোল্ডার টি Copy করবেন তা এখান থেকে ঠিক করে দিন একই রকম একটা Window পাবেন Move To এর ক্ষেত্রে।

অনেক সুচনা লিখলাম। এখন আসুন দেখি কিভাবে করা যায়। কাজ তা খুব সাধারন একটা Registry Entry. যাদের Registry সম্পর্কে ভালো ধারনা আছে তারা সরাসরি নিচের কোড টি অনুসরন করে কাজ টি করে নিতে পারেন [HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers] [HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}] [HKEY_CLASSES_ROOT\AllFilesystemObjects\shellex\ContextMenuHandlers\{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}] অন্যথায় নিচের প্রক্রিয়া টি অনুসরন করুন ১। এই ফাইলটি ডাউনলোড করুন । ২।

unzip করুন। ৩। Add_CopyMove.reg নামের একটা ফাইল পাবেন, এটাতে ডাবল ক্লিক করুন। ৪। একটা warning দেখাবে।

yes ক্লিক করুন। ৫। ok করুন। ব্যাস কাজ শেষ। এটা আমি অনুবাদ করেছি মাত্র।

মুল সাইট। অফটপিক- সামুর এডিটর টা এত পেইন দেয় কেন??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।