আমাদের কথা খুঁজে নিন

   

ডকুমেন্টারী ফিল্ম “Station Live”



আমার প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ছিল “Propose”। “Propose” তৈরীর পর প্রায় চার মাস কোন ফিল্মের কাজ করিনি। কারন ক্যামেরা হারিয়ে ফেলেছিলাম। মনটাও খুব খারাপ ছিল। আমার ভার্সিটি ছিল উত্তরায়।

মাঝে মাঝে মন খারাপ হলে এয়ারপোর্ট থেকে ট্রেনে করে কমলাপুর চলে যেতাম। সেখান থেকে বাসায়। এভাবে প্রায় অনেক দিন গেলাম। আমি যখন স্টেশনে যেতাম তখন কেন যেন স্টেশনের মানুষ গুলোকে অন্য রকম মনে হতো। এত ব্যস্ত শহরের মাঝেও এখানে একটা থমে ভাব বিরাজ করতো,আবার ট্রেন আসার সাথে সাথে ব্যস্ততা,ট্রেন চলে যেতেই নিরবতা আর অপেক্ষা।

এখানে বিভিন্ন পেশার মানুষ দেখতাম,বাচ্চা পথশিশুদের নেশা করতে দেখতাম। মাত্র চলন্ত ট্রেনের দিকে বৃদ্ধ দাদুর দৌড়ে যাওয়া দেখতাম। একদিন মনে হলো আচ্ছা যদি এই স্টেশনের উপরে একটা ফিল্ম বানানো যায় তবে কেমন হতো?কিন্তু ক্যামেরা তো নেই? বন্ধুদের কাছে ক্যামেরা খুজতে শুরু করলাম। অবশেষে ইমনের কাছে ক্যামেরা পেলাম একটা। যে কিনা আমার এই ডকুমেন্টারীর ক্যামেরায় ছিল।

আর এক বন্ধু ইথারের সাথে কথা বললাম ব্যপারটা নিয়ে। ইথারও রাজি হলো। সব ব্যবস্থার দ্বায়িত্ব ও নিজের কাধেই নিল। অবশেষে শুরু করলাম তৈরীর কাজ। এক দিনেই কাজ শেষ করে ফেলেছিলাম।

এডিটিং আমি নিজেই করেছি। দুরন্ত’র ব্যনারে তৈরী করি ফিল্মটা। দুরন্ত আমার নিজের তৈরী দল। যা বর্ত্মানে ERAE গ্রুপ নামে পরিচিত। আর ERAE গ্রুপ তৈরী আমাদের তিন বন্ধুর দ্বারা ইমন,রাহাত,ইথার।

আর একটা ব্যপার আছে এই ফিল্মে। যে দিন সুটিং শেষ করে বাসায় ফিরেছিলাম,সে দিনের কথা। ইউটিউবে একটা ভিডিও দেখলাম। নাম ছিল “Panorama of Calcutta”। ছবিটা ছিল ষাটের দশকের।

ছবিটাতে একটা পুরনো চলচ্চিত্রের স্বাদ পাওয়া যায়। কিন্তু ওখানে কিছু চরিত্র ছিল যা কিনা আমার স্টেশন লাইভের চরিত্রের সাথে মিলে যায়। মাথায় একটা দারুন বুদ্ধি খেলে গেল। আর তাই নতুন দিনে পুরনো চলচ্চিত্রের একটা স্বাদ নিয়ে আসলাম ফিল্পটায়। আমার বিশ্বাস সবার মনে এটি অবশ্যই আঘাত হানবে ও ভালো লাগবেই।

আপনাদের জন্য ফিল্মের ইউটিউব ডাউনলোড লিঙ্ক দিলাম। Click here for go YouTube প্রথম প্রকাশ Rehman Rahat Blog

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.