আমাদের কথা খুঁজে নিন

   

ডকুমেন্টারী: Armut ist kein Schicksal

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

মোহাম্মদ ইউনুস এর নোবেল প্রাপ্তির উপর ভর করে গ্রামীণ ব্যাঙ্কের এই অগ্রযাত্রায় যথেষ্ট ভূমিকা পালন করায় আমরা অস্ট্রিয়াতেও এর প্রভাব দেখতে পাচ্ছি । এই তো আজকে অস্ট্রিয়ার জাতীয় চ্যানেলে (ORF 2) এ অস্ট্রিয়ার টাইমে রাত 23 টা 15 তে মোহাম্মদ ইউনুস এর দারিদ্র দূরিকরণ প্রকল্পের অংশ 'গ্রামীন ব্যাংকে' কেন্দ্র করে অনুষ্ঠান প্রচার করবে । বাংলাদেশ অস্ট্রিয়া থেকে 4 ঘন্টা আগে থাকে । সুতরাং বাংলাদেশে আগামী কাল দেখা যাবে অথার্ত রাত 12 টার পরে । অস্ট্রিয়াতে বাংলাদেশের উপর ভিত্তি করে ডকুমেন্টারী ফিল্ম দেখতে পাব বলে অনেক অনেক খুশী হয়েছি ।

এমনেতেই বাংলাদেশের ভরাডুবী । যেখানেই যায় বাংলাদেশের দুর্নাম পাই, আজ না হয় চোখের সামনে সবাইকে দেখাতে পারব যে, বাংলাদেশরও কিছুনা কিছু আছে । ORF 2 চ্যানেলটি জাতীয় এবং আনর্্তজাতিক চ্যানেল । এর প্রথম অংশORF শুধু দেশের ভিতর দেখা যায় । বিশেষ বিশেষ অনুষ্ঠান ORF 2 তে প্রচার করা হয়, যেগুলি আনর্্তজাতিক ।

ইউনুস স াহেব খারাপ করুক আর ভাল করুক তার জন্যতো আমরা দেখতে পেলাম বাংলার মুখ বিদেশ বিভূইয়েঁ । এর জন্য তাকে একটু ধন্যবাদ দেই । না একটু বেশীই দেই । হা হা. হা . হা. Armut ist kein Schicksal অর্থ দারিদ্রতা কোন লক্ষ্য নয় / দারিদ্রতা কোন ভবিষ্যত নয় / দারিদ্রতা কোন বাধাই নয় ! বিভিন্ন অর্থে Schicksal আমরা ব্যবহার করতে পারি । আরও কিছু কথা ছিল পত্রিকায় : Muhammed Yunus, Erfinder eines Bankensystems von Mikrokrediten f


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.