আমাদের মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে প্রচুর প্রকাশনা রয়েছে। ভিডিও চিত্রের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রও রয়েছে যদিও প্রয়োজনের তুলনায় সে সংখ্যা নগন্য। এদেশের বীর সন্তানদের আত্মত্যাগ এবং বীরত্বপূর্ন কাহিনী এ সমস্ত চলচ্চিত্রগুলোতে উঠে এসেছে। পাশাপাশি মানুষ নামধারী কিছ কুলাঙ্গারের অপকর্মের পরিচয়ও পাওয়া যায়। অথচ, মুক্তিযুদ্ধকেন্দ্রিক যতগুলো ডকুমেন্টারী দেখার সৌভাগ্য আমার হয়েছে, তাতে এ সকল কুকর্ম যথাযথভাবে তুলে ধরা হয়নি।
হতে পারে আমি আসল ডকু গুলোই মিস করেছি। অথচ, ডকুমেন্টারী চলচ্চিত্রের তুলনায় অনেক বেশী তথ্য সরবরাহ করে বিধায় এর প্রয়োজনীয়তা মোটেও কম নয়।
মুক্তিযুদ্ধকেন্দ্রিক এ পর্যন্ত যত ডকুমেন্টারী নির্মিত হয়েছে সেগুলোর একটি তালিকা তৈরী করে সংগ্রহ এবং দেখার উদ্যোগ গ্রহন করেছি। এ ব্যাপারে আপনাদের বিশেষ করে অমি রহমান পিয়াল, ফাহমিদুল হক স্যার সহ সবার সাহায্য চাই। মুক্তিযুদ্ধ, যুদ্ধাপরাধ বিশেষতঃ রাজাকার, আলবদর, আল শামস এবং জামাত-শিবির এর কুকর্ম নিয়ে নির্মিত ডকুমেন্টারী সমূহের পরিচালকের নাম সহ তালিকা তৈরীতে সাহায্য করুন।
আশা করি ভবিষ্যতে, এ সংক্রান্ত তথ্যমূলক পোস্ট প্রদান করতে পারবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।