আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তি যোদ্ধা

শিশুদের নিরাপদ জীবন চাই,চাই খোলা আকাশের নিচে বসবাসরত সকল শিশুর আবাসন। ।

সকালে ঘুম থেকে ঠিক সকাল ৭:১০ বা ১৫ তে উঠি এবং প্রতিদিনের মত রিক্সা করে বাস কাউন্টার তার পর অফিস। ঐ দিন সকালে রিক্সা উঠে বুঝতে পারলাম আজ অফিসে যেতে দেরি হবে কারন রিক্সা ড্রইবার বুেড়া । বলাম চাচা একটু জোরে চালাতে পারেন না ।

ড্রাইবার আমার মুখের দিকে এমন ভাবে চাইলো যেন আমার প্রতি তার অনেক অভিযোগ । কি কিছু বলবেন । খুব আস্তে করে হতাসার নিঃশ্বাস পেলে বলল। আমার পা একটায় সমস্যা আছে । আমি বলাম তা হলে রিক্সা চালাতে আসছেন কেন ।

তো কি করবো ? ধমকের মত বলল। আমি তখন ভাবলাম মনে হয় বেয়াদপ রিক্সা ড্রাইভার । কথা না বলাই ভাল আবার কি বলতে কি বলে । মিনিট খানিক আমি চুপ রইলাম হঠাৎ করে আমাকে বলল বাবা রাগ করছেন আমি চমকে উঠলাম এবং না। আমি আবার বলাম আপনার পায়ে কি হয়েছে তিনি আমাকে শুনিয়ে দিলেন আমাদের গৌরময় সেই ইতিহাসের কথা ১৯৭১ ।

হানাদার বাহিনীর গুলিতে ঐ ভদ্রলোকের পা নষ্ট হয়ে গেছে। আমার মুখে আর একটি কথাও বেরহলো না নিজেকে তখন খুব আপরাধী মনে হয়ে ছিল ভাড়াও ওনাকে বেশীদিতে পারলাম না জানি কি মনে করে । সেইদিন আমার অফিসে আসতে দেরী হলেও আমি অনুতপ্ত হইনী এবং সারাদিন কাটলো এই মুক্তি যোদ্ধাকে নিয়ে আমার যদি সম্ভব হয় আর কোনদিন ওনার দেখা পাই আমি শুধু একটি চবি তুলে রাখবো এই হতাভাগা বাংলাদেশের মুক্তিযোদ্ধার । তবে লোকটা একবারও মুক্তি যোদ্ধাহিসাবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করলো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.