তীব্র ধিক্কার ওদের জন্য
বিশ্বকাপ ফুটবলের কোয়ারটার ফাইনাল শুরু হবে আর কয়েক দিন পর। এ পর্যন্ত ইটালি ও ফ্রান্স ছাড়া অন্যাণ্য দলগুলো ভালোই করেছে। তবে আমাদের দেশে যেহেতু ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক বেশি তাই এদের মাতামাতিও বেশী। বেশীর ভাগ সমর্থকের আশা এবার ফাইনাল হোক ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে। যেটাকে বলা হচ্ছে স্বপ্নের ফাইনাল।
আসলেই কি তা স্বপ্নের ফাইনাল হবে???????
ফাইনালে যদি ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হয় তাহলে যে কোন একটি দল বিশ্বকাপ জিতবে। আর যে দল জিতবে তারা প্রতিপক্ষকে অনেক কটাক্ষ করবে। শুধু তাই নয়, অনেক সমর্থক মারামারিও করবে। যা খুবই দুঃখজনক হবে। আমি বলছি না যে এটাই ঘটবে, আমি শুধু আমার আশঙ্কার কথা বললাম।
আল্লাহ না করুক যদি সত্যিই কোথাও মারামারি, খুনোখুনি হয় তাহলেও কি সবাই এই ফাইনালকে স্বপ্নের ফাইনাল বলবেন???????
আমি বলবো না, এটা স্বপ্নের ফাইনাল নয়। এটা হবে দুঃস্বপ্নের ফাইনাল। আমি নিজে ব্রাজিলের সমর্থক। আমি চাই ব্রাজিল কাপ জিতুক। অন্যদের মতো আমিও চাইতাম এবার ফাইনাল হোক ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে।
কিন্তু আমরা যারা সমর্থক আছি তারা সবাই কি এই খেলাকে খেলা হিসেবে নিতে পারবো???
আমি জানি না সামনে কি হবে, শুধু সবাইকে একটা কথা বলতে চাই, খেলাকে খেলা হিসেবেই দেখুন। আপনার প্রিয় দলের পক্ষে আপনি অনেক যুক্তি দেখাতে পারবেন, সেগুলোই দেখান। দয়াকরে কেউ হানাহানি করবেন না।
আমি হয়তো গুছিয়ে লিখতে পারি নাই, তাই যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমার ভুল সংশোধন করে দিয়েন। ধণ্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।