গুনাহগার, অযোগ্য, অধম...
অশ্রুনিপাত করেও কী লাভ?
অশ্রুর মর্যাদা নেই যাদের কাছে।
কত অশ্রু ই বা নিপাত করব?
সাগরসম অশ্রুর ও কি আছে কোন অর্থ?
তবে কি লাভ দু:খ দিয়ে আকাশ রাংগিয়ে?
কি লাভ সবার আকাশ কালো করে?
হ্রদয়ের এক কোনেই পড়ে থাকুক দু:খগুলো,
হ্রদয় ই তো তার নিরাপদ আবাস।
বাইরে আসবে ক্যান দু:খরা?
ক্যান ভারাক্রান্ত করবে অন্যদের?
যার দু:খ সেইতো বয়ে বেড়াবার কথা।
না হয় একটু বেশি ই দু:খ,
হোক তা বেশি, তাতে কার কি?
যত বেশি ই হোক মাত্রা,
তা চেহারায় ফুটবে ক্যান?
হ্রদয় ই তো তার নিরাপদ আবাস।
শুধু একজনকেই দু:খের কথা বলেছি,
অংশীদার ও করেছি ঐ একজনকেই।
তিনি তো সব দ্যাখেন, সব জানেন,
পুরস্কার ও তো তিনি ই দিবেন,
তবে অন্যদের বলেই কি লাভ?
দু:খ পড়ে থাক হ্রদয়ের অতল গভীরে,
অনেক অনেক গভীরে, হ্রদয়ের গভীরে,
হ্রদয় ই তো তার নিরাপদ আবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।