আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন ।।।।

সংবিধানের তৃতীয় ভাগ –এ “মৌলিক অধিকার” এর অংশ- “জীবন ও ব্যাক্তি স্বাধীনতার অধিকাররক্ষণ” ৩২- এ বলা আছে, জীবন ও ব্যাক্তি স্বাধীনতা হইতে কোন ব্যাক্তি কে বঞ্চিত করা যাইবে না।

যে জীবন লতা পাতার নয় সে জীবন আমার । নি:শব্দের ভাবনায় অন্ধকার বিভীষিকার আলো খোঁজে এই তো জীবন । শব্দ হাতড়িয়ে ফিরি শব্দহীন হৃদয়ে মৃত্যুর কাছে তবু মাথা নত করতে পারিনা । যখন সপ্ন দেখেছিলাম কেউতো বাধা দেয়নি বরং উৎসাহ জাগিয়েছিল ।

সপ্ন যখন বাস্তবের কাছাকাছি তখন তারাই দাড়িয়েছিল হিংস্র দানবের মত । ( সব রাজনীতিবিদদের প্রতি আমার অমিমাংসিত ঘৃনা,নির্বাচন আসন্ন । সেই হাগু, আর পাছার ফুঠো গুলো আলাদা আলাদা ) এইতো আর কিছুদিন তারপর মুক্তি । আমার জীবনের আর তোমাদের অর্থের । লতা পাতার মত শুধু বেচেঁ থাকবে প্রজন্ম ।

অর্থহীন । । । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।