ছোট বেলায় যখন বায়স্কোপ দেখতাম তখন দেখার থেকে বেশী আগ্রহ থাকতো যে বায়স্কোপ দেখাচ্ছে তার প্রতি এবং তার ছন্দে কথা বলার প্রতি। এখন ভাল লাগে মানুষের নীতি কথা শুনতে। আহ্ কি সুখ পত্রিকায় বলেন ব্লগে বলেন সব জায়গায় নীতি আর নীতি। সবাই যে একরকমের বিদ্রোহীজন। বিষাক্ত সাপের মতো ফোসছে সুযোগ পেলেই ফণা বসিয়ে দেবে দূর্নীতির পাছায়।
আসলে সবাই দূর্নীতিবাজ সব্বাই কেউই নীতির কাছে অটল নয়। কাগজে কমলে না লিখে বাস্তবে কেউ ঝাপিয়ে পড়বে না। আমু বলেন আর সামু বলেন, প্রথম আলো বলেন আর যুগান্তরই বলেন সবাই একই রকম। ইদানিং প্রথম আলো খুব ভাল একটা উদ্যোগ নিয়েছে আশা করি সবাই ব্যাপারটা জানে এবং অনেক জ্ঞানী পন্ডিতেরা তাতে নিজেদের মতামত নিজ হাতে লিখছেন কিন্তু কিছুদিন পরে দেখা যাবে যেই লাউ সেই কদু। কবে যে এই দেশের মানুষ সত্যিকারের মানুষ হবে এক আল্লাহই জানেন।
কবি বলেছিলেন-
আমাদের দেশে হবে সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে কাজে বড় হবে।
হয়তো হবে আবার হয়তো হবেই না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।