আমাদের কথা খুঁজে নিন

   

অর্থহীন

কবিতা লিখি, কবিতা হয় না...

কোন মানে নেই কবিতা লেখায় কোন মানে নেই গানে, রাতের আকাশে ভরাট জোছনা তারো নেই কোন মানে। কোন মানে নেই কষ্ট পাওয়ায় মানে নেই মনে রাখায়, কোন মানে নেই তুলির আঁচড়ে হৃদয়ের ক্ষত আঁকায়। কোন মানে নেই কারো পথ চেয়ে অপেক্ষা আজীবন, কোন মানে নেই একা ঘরে বসে অশ্রু বিসর্জন। কোন মানে নেই জন্ম, মৃত্যু, নির্জনে, কোলাহলে, কোন মানে নেই স্বপ্ন দেখায় মানে নেই, নেই বলে। মানে ছাড়া তাই রাগ অভিমান উল্লাস ও হতাশা, কোন মানে নেই ভালোবাসাটার তারপরো ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।