আমাদের কথা খুঁজে নিন

   

এবার ব্যবসা জমবে প্যাঁ প্যুঁ বাঁশির!!


পতাকার ব্যবসা প্রায় শেষ। এবার কোন ব্যবসা সবচেয়ে জোরদার হবে? ১.বল ২.আলু ৩. বাঁশের বাঁশি ৪. ভুভুজেলার মতো লম্বা সময় ধরে পেঁ প্যুঁ করা ভেঁপু। আমরা যেমন হুজুগে । নিশ্চয়ই দেখবেন ভুভুজেলার অনুকরণে যেকোনো খেলায় বাঁশি নিয়ে হাজির হইছি। আমাদের দেশে আরো একটি কালচার বোধহয় ঢুকলো।

আমাদের স্টেডিয়ামগুলোতে এরইমধ্যে বিভিন্ন ডিজে কালচার ঢুকেছে। এবার নতুন করে যোগ হবে ভুভুজেলা অন্তত এরকম প্যাঁ প্যুঁ করা বাঁশি। সামনে ক্রিকেট বিশ্বকাপে এ কালচার ছড়িয়ে পড়বে। এমনটাই ধারণা সবার । তবে এ প্যাঁ প্যু বাজানো উচিৎ হবে কিনা সেটির মন্তব্য আশা করছি।

আপনাদের কথায় অন্তত ৩ জন সিদ্ধান্ত নেবে এ বাঁশি বাজাবে কিনা। (বাজি)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.