www.banasree.com
যারা ব্যাংকিং জব করেন দয়া করে জানবেন প্লিজ।
আমার ব্যাংক একাউন্ট নাম বেশ লম্বা
ধরুন
আবু নুর মুহাম্মাদ এহসানুল হক মিলন। যা কিনা আমার এস এস সি সার্টিফিকেটেরও নাম।
এখন আমার নিজের সকল ব্যাবসায়িক প্রতিষ্ঠানের লাইসেন্_স এবং চেক হয়
"আ ণ ম এহসানুল হক মিলন" নাম দিয়ে।
গতকাল অবদি কোনদিনও চেক ডিসঅনার করা হইনাই।
কিন্তু আজ হঠাৎ উনারা বললেন যে যেই নামে চেক দিবেন সেই নামে একাউন্ট থাকতে হবে। আমি বললাম আমার নামের প্রথম তিনটা শব্দের সংক্ষিপ্ত রুপ আছএ এবং বাকতো সব ঠিুক আছে। উনারা ডিসঅনার করলেন।
এখন নাকি চেক দাতার কাছে থেকে নাম চেন্জ করে নিয়ে আসতে হবে।
হাইরে আমাদের সিটি ব্যাংকের সার্ভিস...............
কি করলে স হজে উদ্ধার পাওয়া যায় ব্যাংকাররা পরামর্শ দিলে খুশি হবো।
অফটপিক: সিটি ব্যাংকে হয়তো আর লেনদেন করবোনা তেমন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।