* জীবন হচ্ছে সমুদ্রের মতো তরঙ্গ বহুল। কিন্তু সতর্কতার সঙ্গে সাঁতার কাটলে খুব সহজেই তার কূল পাওয়া যায়।
..........................জন হারভে।
* অর্থ আর যশই মানুষের জীবনের সব নয়।
........................স্কট।
* মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন।
কেনন দুঃখকষ্ট বিপদ-আপদ
কেবল জীবনকেই ভোগ করতে হয়,
আর মৃত্যু তার থেকে দেয় মুক্তু।
..............................সক্রেটিস।
* প্রতিটি দিনই আমাদের এমনভাবে কাটানো উচিত
যেন আজই জীবনের শেষ দিন। .....................সেনেকা।
(সূত্রঃ দৈনিক ইত্তেফাক, দৃষ্টিকোন,১১/১/২০১০)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।