আমাদের কথা খুঁজে নিন

   

নির্ধারিত সাজার মেয়াদ শেষ হওয়ার পরও মুক্তির আশা না দেখায় আমারন অনশন করে চলছে ২১ বাংলাদেশি, ইহাই হইল ভারত বাংলাদেশ সম্পর্ক।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

১) ভারতের মত বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না। ২) ভারতের মত বন্ধু থাকলে বন্ধুর প্রয়োজন হয় না। --------------------------------------------------------- ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে ঠিক এই রকম ধারনাই পোষন করে বাংলাদেশের জনগণ। উপরের মনোভাব দুটো সমপুর্ন বীপরীত মূখিহলেও বাংলাদেশের জনগণ এমন ধারনাই পোষন করে থাকে।

কিন্তু আসলে ভারতের সাথে আমাদের সম্পর্ক কি?? বিষয়টি অনেক ভেবে দেখা দরকার। কারণ ভারত আমাদের সীমানর তিন ভাগ জুড়েই জড়িয়ে আছে। ভারতের সাথে আমাদের সম্পর্ক পরিস্কার করার জন্য মাত্র ১) ফারাক্কা ইস্যু। -- ২) সীমানা রক্ষী বিএসএফ ইস্যু। -- ৩) টিপাই মুখ বাধ ইস্যু।

এই তিন ইস্যুই যথেষ্ঠ। এই তিন ইস্যুকে যাদের নিকট স্বাভাবিক মনে হয়, তাদের জন্য আজকের এই নিউজটা জরুরি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.