আমাদের কথা খুঁজে নিন

   

ইহাই সত্য হোক

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

আজ একটি পত্রিকায় দেখলাম, একজন সম্পাদক ধারণা করছেন শেখ হাসিনা অপেক্ষাকৃত তরুণ ও অপরিচিতিদের নিয়ে মন্ত্রিসভা গড়লেও সংসদীয় কমিটি গড়ার সময়ে দলের সিনিয়রদের গুরুত্ব দেবেন। সংসদীয় কমিটির প্রধান হবেন অভিজ্ঞ ও সিনিয়র নেতারা। ফলে মন্ত্রীরা তাদের কাছে জবাবদিহি করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং সংসদের কাছে মন্ত্রীদের জবাবদিহিতার নতুন সংস্কৃতি চালু হবে। তাছাড়া মন্ত্রীরা দলের অপেক্ষাকৃত ডাকসাইটে নেতার সাথে উচ্চবাচ্য না করে বা প্রভাব না খাটিয়ে সংসদীয় কমিটিতে জবাবদিহি করতে কুণ্ঠিত হবেন না। এর মাধ্যমে আমাদের সংসদীয় গণতন্ত্র যে রূপে থাকার কথা ছিল বহু পূর্বেই, সেই প্রাতিষ্ঠানিকরূপে পরিপূর্ণতা পাবে।

সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রে সংসদ হওয়া উচিত সর্বময় ক্ষমতার অধিকারী। মন্ত্রীরা সংসদীয় কমিটির কাছে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকবেন। কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সংসদীয় কমিটির অনুমোদন গ্রহণ করতে হবে মন্ত্রীদের। সেক্ষেত্রে সংসদীয় কমিটির চেয়ারম্যান একজন অভিজ্ঞ নেতা ও সাংসদ হলে জবাবদিহিতার ষোলকলা পূর্ণ হবে। এত কাল কাগজপত্রে সংসদকে শক্তিশালী করার কথা থাকলেও যদি শেখ হাসিনা সিনিয়র নেতাদের সংসদীয় কমিটির চেয়ারম্যান নিয়োগ করেন, তবে সংসদীয় সংস্কৃতিতে একটি আমূল পরিবর্তন হবে।

এই পবিবর্তনের ফলে সংসদীয় গণতন্ত্র পূর্ণতা পাবে এবং সংসদ হবে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাছাড়া এর মাধ্যমে মন্ত্রীদের দুর্নীতি করার সুযোগও কমে যাবে। যৌথ নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। তাছাড়া মন্ত্রী না হতে পেরে অনেক হেভিওয়েট নেতার মনে যে দুঃখ রয়েছে, তা-ও কেটে যাবে। আশা করি, সম্পাদক সাহেবের লেখায় যে ভবিষ্যদ্বাণী আছে, তা অচিরেই বাস্তব হবে।

আমরা সংসদীয় গণতন্ত্রের এক নতুন সংস্কৃতির যুগের প্রবেশ করব। দিন বদলের ও রাজনৈতিক সংস্কৃতি বদলের যে ডাক শেখ হাসিনার দিয়েছেন, সংসদীয় কমিটির চেয়ারম্যান হিসেবে অভিজ্ঞদের নিয়োগ করে সেই সমৃদ্ধ ভবিষ্যতের দিকে যাত্রা শুরু হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.