আমাদের কথা খুঁজে নিন

   

আবার শেষ আটে মুখোমুখি আর্জেন্টিনা-জার্মানি

আমি এক আম জনতা

গত বিশ্বকাপের মতো এবারও কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট দল আর্জেন্টিনা ও জার্মানি। দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা। আগামী ৩ জুলাই কেপটাউনের গ্রিন পয়েন্টে সেমিফাইনালে ওঠার যুদ্ধে তিনবারের চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে তারা। ২০০৬ সালের বিশ্বকাপে টাইব্রেকারে জার্মানির কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ম্যারাডোনার দেশ। এবার একই সঙ্গে গত বিশ্বকাপের প্রতিশোধ এবং সেমিফাইনালে ওঠার সুযোগ ম্যারাডোনা বাহিনীর সামনে।

আর্জেন্টিনা (৩) মেক্সিকো (১) : গতকাল আর্জেন্টিনার বিপক্ষে হারার আগেই হেরে যায় মেক্সিকো। ম্যাচের ২৫ মিনিটের মাথায় দুর্ভাগ্যজনকভাবে গোল খায় তারা। এ সময় একটা সংঘবদ্ধ আক্রমণ থেকে বল ওসোরিও কী বুঝে বল ঠেলে দিলেন, তা তিনিই বলতে পারবেন। আর্জেন্টিনার মতো দল ২-০ গোলে এগিয়ে থাকলে সেখান থেকে উঠে দাঁড়ানো যে কোনো দলের পক্ষেই কঠিন। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটের সময় আর্জেন্টিনা আরও একটি গোল করলে ম্যাচটি পরিণত হয় নিছকই আনুষ্ঠানিকতায়।

এ সময় দুর্দান্ত গোল করেন তেভেজ। ২৫ গজ দূর থেকে তেভেজের কামানের গোলাসদৃশ শট মেক্সিকান গোলরক্ষক পেরেজকে পরাস্ত করে আশ্রয় নেয় জালে। বিশ্বকাপে তার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.