খ্রিস্টানদের বড়দিন এবং ইহুদি সম্প্রদায়ের হানুকার সময় শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয় আমেরিকায়। একইভাবে ঈদের সময়েও অন্তত ১০ দিনের ছুটি ঘোষণার এবং পাবলিক স্কুলে হালাল খাদ্য পরিবেশনের একটি বিল পাশের চেষ্টা চলছে। শুধু তাই নয়, নিউইয়র্কের পুলিশ যাতে মুসলিম-আমেরিকানদের ওপর গোপন নজরদারি বন্ধ করতে বাধ্য হয়, সে প্রক্রিয়াও চালানো হচ্ছে। নিউইয়র্কের সিনেটর রুবিন দিয়াজ এবং অঙ্গরাজ্য এ্যাসেম্বলীম্যান লুইস সিপুলভেদা ১৮ মে ব্রঙ্কসে কম্যুনিটির এক সমাবেশে এসব তথ্য প্রকাশ করেন। নিউইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের উভয় কক্ষে গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনকারী এই দুই জনপ্রতিনিধি আরো অঙ্গীকার করেন, নিউইয়র্ক সিটি কাউন্সিল, অঙ্গরাজ্য পার্লামেন্ট এবং ইউএস কংগ্রেসে বাংলাদেশীরা যাতে নির্বাচিত হতে পারেন সে ব্যাপারে তাদের কম্যুনিটির সাথে বাংলাদেশী-আমেরিকানদের সম্পর্ক আরো দৃঢ় করবেন।
‘বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটি কোয়ালিশন’ আয়োজিত এ অনুষ্ঠানে ডেমক্র্যাটিক পার্টির বিভিন্ন স্তরের সংগঠকরা অংশ নেন। এ সময় ব্যবসা এবং সমাজকর্মে বিশেষ অবদানের জন্যে কুইন্স ডেমক্র্যাটিক কাবের ভাইস প্রেসিডেন্ট এবং আরএলবি গ্র“প কোম্পানীর কর্ণধার (সত্ব¡াধিকারী) আকতার হোসেন বাদলকে এওয়ার্ড প্রদান করেন সিনেটর (ডেমক্র্যাট) রুবিন দিয়াজ। বিপুল করতালির মধ্যে এ এওয়ার্ড গ্রহনের পরই প্রদত্ত এক বক্তব্যে আকতার হোসেন বাদল এওয়ার্ডটি সাভারের রানা প্লাজায় হতাহতদের প্রতি উৎসর্গ করেন এবং ওই দুর্ঘটনার ভিকটিমদের সাহায্যে প্রবাসের সকলকে সাধ্যমত সহায়তার অনুরোধ জানান। একইসাথে তিনি সকলকে বিশেষভাবে প্রার্থনার আহবান জানান নিহতদের রুহের মাগফেরাত কামনার জন্যে।
‘বাংলাদেশী-আমেরিকান কম্যুনিটি কোয়ালিশন’র প্রেসিডেন্ট এবং নিউইয়র্ক সিটির ৯ নম্বর প্ল্যানিং বোর্ডের ল্যান্ড ইউজ এন্ড ইকনোমিক ডেভেলপমেন্টের চেয়ারপার্সন এন মজুমদারের সঞ্চালনে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ও বাংলাদেশ কালচারাল সোসাইটির জেনারেল সেক্রেটারী নাসরীন কে আহমেদ, আয়োজক সংগঠনের জেনারেল সেক্রেটারী নজরুল হক, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট জাকির খান প্রমুখ।
নিউইয়র্কের পাবলিক স্কুলে হালার খাবার পরিবেশন এবং ঈদের সময় ছুটির বিল উঠছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।