এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ
'বাংলাদেশ মিলিটারি গভর্নমেন্ট হোল্ডস ফর্টি ইর গ্র্যাফট সুইফট' শিরোনামে গত 14 মার্চ নিউইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। দেশের জরুরি অবস্থায় প্রায় 40 রাজনৈতিক দুবর্ৃত্তকে গ্রেফতার থেকে শুরু করে দুর্নীতিবাজ রাজনৈতিক নেতাদের বাসা ও বাগানবাড়ি থেকে হরিণ, ময়ুর ও অন্য পশুপাখিসহ বিলাসবহুল গাড়ি আটকের বিষয়টিও স্থান পেয়েছে ওই প্রতিবেদনে।
নিউইয়র্ক টাইমসের ঢাকা প্রতিনিধি সুমিনি সেনগুপ্তের পাঠানো এ রিপোর্টে তারেক রহমান আটকের বিষয়টিও তুলে ধরা হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র চর্চার 16 বছরের ইতিহাসের নানা রাজনৈতিক দুর্নীতির কথাও এসেছে এ প্রতিবেদনে। নিউইয়র্ক টাইমস প্রশ্ন তুলেছে, সুশাসন প্রশ্নে সামরিক সরকারের এ অভিযানকে কত দিন পর্যন্ত দেশবাসী ও আন্তর্জাতিক সমাজ সমর্থন দেবে?
প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান সরকারকে কখনো 'সামরিক বাহিনীর মদদপুষ্ট সরকার', কখনো আবার সরাসরি সামরিক শাসন বলে উল্লেখ করায় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।