আমাদের কথা খুঁজে নিন

   

পৃথক পাখিরাজ্যে পড়ে থাকে দিগন্তের নীলপালক



শুরু কবে হয়েছিল ঠিক জানা নেই। নৃত্যসমগ্র পড়তে গিয়েই দেখেছি মুছে যাওয়া মঙ্গলের ছাপ । পৃথক পাখিরাজ্যে পড়ে থাকা লাল-নীল পালক আর ধ্বনির দ্বৈত দিগন্ত। কোন আশ্রম থেকে এসে এই উপত্যকায় বাউলেরা বানিয়েছিল পাতার বাঁশি, তারপর বাজিয়েছিল কখন, তাও মনে করতে পারি না । আজকাল আমার মিলাতে খুব ভুল হয়ে যায় বাউল দূর্বিন শাহ'র গানের কলি...... '' পাড়া গায়ে বসত করি সামনে ভরা নদী/ সঙ্গে যাইতাম ওরে ও মাঝি ভাই, ঘাটে নাও ভিড়াইতে যদি''। অনেক নি:শ্বাস আমাকে ছেড়ে যায় আমি শুধু বাংলালিংকের বিজ্ঞাপনে মুখ থুবড়ে পড়ে থাকি ''আমরা ভালো আছি , আপনি ভালো আছেন তো ? '' ছবি- ডি মিশাল ক্রিস্টি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।