আমাদের কথা খুঁজে নিন

   

কি শিখছে আমাদের বাচ্চারা--- আমি হলাম রোমিও, -----------

গত কাল বাসায় ফিরলাম একটু আগে ৫/৩০এর মধ্যেই বাচ্চাটার জ্বর বলে। কলিং বেলের আওয়াজ শুনলেই বুঝতে পারে আমি, বাসায় আমি কলিং বেলে একটি ছন্দ ব্যবহার করি বলে। বাচ্চা এসেও দরজা ধরে দাঁড়িয়ে থাকে আমার অপেক্ষায়। প্রচন্ড দুষ্ট হওয়ার ফলে কখনই ও স্বাভাবিক থাকে না, নরাচরা করতেই থাকে। ২বছর ৩মাসের বাচ্চা, কথাও ভাঙ্গা ভাঙ্গা, প্রতিদিনই নতুন নতুন দুই একটা শব্দ শোনা যাই ওর মুখ থেকে।

যার অধিকাংশই থাকে ওর আম্মার বিরুদ্ধে অভিযোগ। গতকাল নুতন শব্দ করছে ওমিও-- আমি ওমিও, বার বার বলছে। আমি ব্যপারটা ধরতে না পেরে স্ত্রীকে জিজ্ঞেসা করলাম ও কি বলে। উত্তর দিল ও বলছে আমি রোমিও আমি রোমিও। ঘটনা কি জিজ্ঞেস করতেই বলল ভারতীয় নতুন ছবি রোমিওর কথা।

আমি টিভি সম্বন্ধে একেবারের অঙ্গ কারণ টিভি আমি দেখিই না, যদিও মাঝে মাঝে সময় হয় সেটি ডিসকভারী বা ন্যাশনাল জিওগ্রাফী। আমি বাসায় থাকাকালিন প্রচন্ড একনায়কতন্ত্রের কারনে টিভিতে ভারতীয় চ্যানেল নিষিদ্ধ প্রায়। বউয়ের ইচ্ছা জিটিভি (বাংলাদেশের আমার মনে হয় যে সব মহিলারা টিভি দেখে তাদের ৯০%এর উপরে জি বাংলা। আমার বউ আমার সাথে টিভি দেখার আগ্রহী কিন্তু আমি উপরোক্ত দুটি চ্যানেল ছাড়া দেখি না বিধায় সমঝোতা চুক্তি, আমি বাসায় থাকা কালিন দুজনই টিভি দেখব না অথবা আমাকে কমপিউটারে বসার সুযোগ দিতে হবে। যা হোক শেষে দুজনাই টিভি দেখব না মর্মে অলিখিত চুক্তি, তাই আমার বেল শুনলেই টিভি অফ হয়ে যায়।

) ফিরে যায় মূল প্রসঙ্গে, আমি ফ্রেস হযে মেতে উঠলাম বাচ্চার সঙ্গে। আজ সকালে বাসের জন্য দাঁড়িয়ে আছি। পাশের চায়ের দোকন থেকে গান ভেসে আসল, আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও, পাক্কা পেলেবয় রোমিও। সংগীত বাংলা চ্যানেলে। এধরনের ল্যাংগুয়েজ ভারতীয় ছিনেমায় নতুন না হলেও ইদানিং ব্যপক হারে ব্যবহার হচ্ছে মর্মে জানতে পারলাম অফিসে ঢুকেই ভারত চ্যানেল প্রেমি সহকর্মীর মাধম্যে।

এই শব্দগুলির অর্থ কি সেটি আমাদের কম বেশী সকলেই জানা। আর অংসংস্কৃতির প্রভাবে আমাদের বাচ্চাকাচ্চারা যা শিখছে সেটি নিযে আমাদের বর্তমানে মাথা ব্যথা না থাকলেও হয়তো আমাদের সকলেরই পস্তাতে হবে এক সময়। এই ছবিটি যে প্রচন্ড উত্তেজনাকর সেটি আর বলার অপেক্ষা রাখে না, আর এই সকল সিনেমা দেখেই আমাদের সমাজের ছেলেমেয়েরা আজ হাইস্কুল কোথাও দেখা যায় প্রাথমিক বিদ্যালয়েই প্রেমে মজে যায়, নির্বাচন করে ফেলে বান্ধবী। আর হাইস্কুলে এসেই জড়িয়ে পরছে বিভিন্ন অসামাজিক অপকর্মে আমাদের প্রশাসনিক দুর্বলতায়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.