পাকি দালাল, ভারতীয় দালাল, রাজাকারমুক্ত ব্লগ।
প্রথমেই আমি বলে নেই, আমি মুসাকে হেয় করছি না। সে যদি সত্যই এভারেষ্টের চূড়ায় ওঠে থাকে, বাংলাদেশের একজন হিসাবে আমিও গর্বিত। কিন্তু আমরা সবাই চাই এত বড় একটা অর্জন কলুষমুক্ত হোক, কানাকানিমুক্ত হোক। কারন আমাদের জাতীয় পর্যায়ের প্রায় সবকিছুই বিতর্কিত।
হয় আওয়ামীলীগ অথবা বিএনপি মতবাদীয়। কিন্তু অন্তত এই অর্জনটা কলুষমুক্ত হোক, সবাই যেন একবাক্যে মেনে নেয়,এমনই আমরা চাই।
কদিন ধরেই ব্লগে আসছিলো মুসার এভারেষ্ট বিজয় নিয়ে পোষ্ট। কিন্তু এভারেষ্টে চূড়ার কেউ উঠেছে এমন দাবীর পক্ষে জোরালো প্রমান হচ্ছে চূড়ায় অবস্থিত বুদ্ধ মূর্তির সাথে ছবি ওঠানো। কিন্তু মুসার এমন ছবি নাই।
চূড়ায় যে ছবিটি মুসা তুলেছেন বলে দাবী করছেন, সেই ছবিতে বুদ্ধের মূর্তি নাই। অনেকে আবার বলছেন প্রেয়ারফ্লাগ দিয়ে নাকি এখন বুদ্ধ মূর্তিটি ঢাকা থাকে। এজন্য আগের মত সামিটের ছবিতে মুর্তি দেখা যায় না।
(ছবি ব্লগার দুরন্ত স্বপ্নচারীর পোষ্ট থেকেঃ Click This Link)
যদি তাই হয়, তাহলে নিচের দুই ছবি কিন্তু অন্য কথা বলে। ১মটা Brendan এর যে মুসাকে বাঁচিয়েছিল, তার ছবিতে কিন্তু ঠিকই বুদ্ধের মূর্তি (গোল চিহ্নিত) দেখা যাচ্ছে।
এবার এই ২য় ছবিটি দেখুন, এটা Cohen এর সামিটের ছবি, যা মুসার কথিত এভারেষ্ট জয়ের পরের দিনের (২৪শে মার্চ)।
কেন আমাদের অর্জনগুলোকে বিতর্কমুক্ত হয় না????
এবার মন্তব্য আপনাদের........
ছবি সুত্রঃ Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।