পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
বিশ্বকাপের রেকর্ড বই খুললেই ব্রাজিল আর ব্রাজিল। বিশ্বকাপ যে কতটা ব্রাজিলময়, তার কিছু নিদর্শন খুঁজে পাওয়া যাবে এই পোষ্টে।
***************************************************************
সবচেয়ে বেশিবার বিশ্বকাপে অংশ নেওয়া দল (১৯ বার)। গত ১৮টি বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেওয়া একমাত্র দল ব্রাজিল।
১৬টি টুর্নামেন্টে খেলেছে জার্মানি আর ইতালি। আর্জেন্টিনা খেলেছে ১৪টি আসরে।
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন (৫)। দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন ইতালি (৪ বার)।
সবচেয়ে বেশিবার ফাইনালে ওঠা (৭টি)।
এই রেকর্ডটার অংশীদার অবশ্য জার্মানিও।
সেমিফাইনাল কিংবা শেষ চারে সবচেয়ে বেশিবার ওঠা দল (১১ বার)। এখানেও সঙ্গী জার্মানি।
সবচেয়ে বেশি, ৯২টি ম্যাচ খেলার রেকর্ডেও ব্রাজিলের সঙ্গী শুধু জার্মানি।
সবচেয়ে বেশি জয় (৬৪টি)।
সবচেয়ে বেশি গোল (২০১টি)।
একই প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ খেলা। সুইডেনের সঙ্গে ব্রাজিল সর্বোচ্চ সাতবার মুখোমুখি হয়েছে। ১৯৩৮, ১৯৫০, ১৯৫৮, ১৯৭৮, ১৯৯০ এবং ১৯৯৪ বিশ্বকাপে দুবার।
এক আসরে সবচেয়ে বেশি জয় (২০০২ বিশ্বকাপে, সাতটি)।
এক আসরে সবচেয়ে কম গোল করেও চ্যাম্পিয়ন (১৯৯৪ বিশ্বকাপে ১১টি গোল করেছিল ব্রাজিল)।
টানা দুবার শিরোপা জয় ১৯৫৮ এবং ১৯৬২-তে। ইতালিও ১৯৩৪ আর ১৯৩৮-এ শিরোপা জিতেছিল।
টানা তিনটি আসরে ফাইনালে ওঠা (১৯৯৪ থেকে ২০০২)। জার্মানিও উঠেছিল ১৯৮২ থেকে ১৯৯০।
টানা জয় ১১টি।
সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকা (১৩টি)। ১৯৫৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে শুরু, ১৯৬৬ বিশ্বকাপে বুলগেরিয়া ২-০।
টানা প্রতি ম্যাচে কমপক্ষে একটি গোল করা (১৮ ম্যাচ)। ১৯৩০ থেকে ১৯৫৮ বিশ্বকাপ।
এই রেকর্ড আছে জার্মানিরও ১৯৩৪ থেকে ১৯৫৮।
ফাইনালে সবচেয়ে বেশি গোল (৫টি), সুইডেনের বিপক্ষে ১৯৫৮।
-------------------------------------------------------------------------
ব্যক্তিগত
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন, পেলে (৩ বার) ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০।
ফাইনাল খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, পেলে, ১৭ বছর ২৪৯ দিন। প্রতিপক্ষ সুইডেন ১৯৫৮ বিশ্বকাপ।
সর্বকনিষ্ঠ গোলদাতা, পেলে, ১৭ বছর ২৩৯ দিন (ওয়েলসের বিপক্ষে ১৯৫৮ বিশ্বকাপে)।
সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী, পেলে, ১৭ বছর ২৪৪ দিন, (ফ্রান্সের বিপক্ষে, ১৯৫৮)।
ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড়, পেলে, ১৭ বছর ২৪৯ দিন, সুইডেনের বিপক্ষে ১৯৫৮।
সবচেয়ে বেশি টুর্নামেন্টে গোল করা, পেলে, চারটি (১৯৫৮-১৯৭০)। রেকর্ডে ভাগ আছে জার্মানির উয়ি সিলারের।
সবচেয়ে বেশি গোল, রোনালদো ১৫টি।
সবচেয়ে বেশি ম্যাচে গোল করা, রোনালদো, ১১টি।
সবচেয়ে বেশি ম্যাচে জয়, কাফু ১৬টি।
সবচেয়ে বেশি ফাইনাল খেলা, কাফু, তিনটি, ১৯৯৪-২০০২।
টানা ম্যাচে গোল করা (৬টি) জেয়ারজিনহো, জাঁ ফন্টেইনেরও একই রেকর্ড।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গোল করা, জেয়ারজিনহো ৬ ম্যাচে ৭ গোল (১৯৭০)। অ্যালসিডেস ঘিগিয়া ৪ ম্যাচে ৪ গোল, জাঁ ফন্টেইন ৬ ম্যাচে ১৩ গোল।
খেলোয়াড় আর কোচ হিসেবে সবচেয়ে বেশি টুর্নামেন্ট জয়, তিনটি, মারিও জাগালো ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০।
গ্রন্থনা: রাজীব হাসান ।
=========================================
প্রথম আলো থেকে কপি পোষ্ট।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।