প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
প্রাইজ উৎসব
প্রাইজ দেয়া উৎসব চলছে তো বনেতে,
প্রাইজ দেয়া হচ্ছে যে পশু-পাখি জনেতে।
গাধাটা তো কাদা মাখা ঘাস যে চাবাচ্ছে,
'প্রাইজ পাবে কে কে' - তাকে খুব যে ভাবাচ্ছে।
বহু প্রাণী আসলেও কেউ কেউ আসেনি,
হায়নাটা আসলেও তখনও সে হাসেনি।
জেলের পোশাক পরে, জেল থেকে পালিয়ে,
সাদা কালো জেবরাটা এলো গাড়ি চালিয়ে।
গুঁতো খেয়ে 'আঁউ' করে বলে বনমোরগে,
"ও সজারু, দয়া করে তুমি দূরে মরো গে। "
অবশেষে প্রাইজ দেয়া শুরু হলো সভাতে,
জায়গা না পেয়ে হাতি দাঁড়িয়েছে তফাতে।
'মরা হাতি লাখ টাকা' - যদি হয় তবে তো,
কোটি টাকা প্রাইজ পাবে যে হাতিটা জীবিত।
কেশরের প্রাইজ নাকি সিংহ যে পাচ্ছে,
হিংসায় ঘোড়া তাই জ্বলে পুড়ে যাচ্ছে।
বাঘ বলে শিয়ালকে, "প্রাইজের ভাগ নে।
তুই আর আমি নাকি সেরা মামা-ভাগ্নে। "
ভেড়া পেলো প্রাইজ, তার লোমের তো জুড়ি নেই।
'শিং উঁচু' - প্রাইজখানি পেলো শুধু হরিণেই।
গালি খেয়ে প্রাইজ পেয়ে খুব খুশি গন্ডার,
তার নাকি ভয় নেই সর্দি ও ঠান্ডার।
কচ্ছপ মনমরা দামী প্রাইজ পায়নি,
খরগোশ তখনও যে এসে পৌঁছায়নি।
উঁচু গলা জিরাফকে কোনো মতে টপকে,
সাহসীর প্রাইজখানি দেয়া হলো উটকে;
ভয় সেতো পায় না যে কোনো মরুভূমিরে।
তাই দেখে মিছি মিছি কাঁদে শুধু কুমিরে।
ঘুঘু প্রাইজ পায়নি তো তার আছে অপবাদ,
বদ লোকে তার নামে পাতে 'ঘুঘু ধরা ফাঁদ। '
কোনো গান গায় না যে তবু নাম বনগাই।
সেও বলে, "আমিও তো ছোটখাটো প্রাইজ চাই।
"
ভালুকও তো প্রাইজ পাওয়া থেকে বাদ পড়েছে,
গাছ থেকে লুকিয়ে সে মধু চুরি করেছে।
"ঘুষ আমি দেবো তুমি ঘুষ চাও যে দরে;
শুধু মোরে প্রাইজ দাও;" বলে বদ বাঁদরে।
পায়রার প্রাইজ আছে সে তো দূত শান্তির,
তার চাওয়া দূর হোক সব ভুল ভ্রান্তির।
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।